যোগাযোগ ব্যবস্থাঃ- ১। সড়ক পথে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে রিক্সা,অটো রিক্সা,সিএনজি যোগে কোর্ট ষ্টেশন বাইপাসে আসতে হবে।তারপর সেখান থেকে ঠিক উত্তরে মিশুক,রিক্সা,অটো রিক্সা,সিএনজি যোগে দারুশা নামক স্থানে আসলেই সেখানে হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। রাজশাহী জিরো পয়েন্ট থেকে হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের আনুমানিক দুরত্বন ১৫ কি: মি: । দারুশা বাজারেই হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।
রাজশাহী জিরো পয়েন্ট থেকে কোর্ট ষ্টেশন পর্যন্ত রিক্সা ভাড়া-৩০/= টাকা, অটোরিক্সা ও সিএনজি ভাড়া-৭০ টাকা।
কোর্ট স্টেশন থেকে দারুশা বাজার অর্থাত হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত রিক্সাভাড়া-৩০ টাকা ,অটোরিক্সা ও সিএনজি ভাড়া-৭০ টাকা। অর্থাত রাজশাহী জিরো পয়েন্ট থেকে সরাসরি হুজরীপাড়া ইউনিয় পরিষদে আসতে আনুমানিক রিক্সাভাড়া-৬০/= টাকা এবং অটোরিক্সা ও সিএনজি ভাড়া-১৪০/= টাকা।
২। সড়ক পথে রাজশাহী শাহমখদুম বিমান বন্দর হতে সরাসরি রিক্সা,অটো রিক্সা,সিএনজি যোগে হুজরীপাড়া ইউনিয়ন পরিষদে আসা যাবে।
বিমান বন্দর হতে হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত রিক্সা ভাড়া আনুমানিক ৫০/= টাকা এবং অটোরিক্সা,সিএনজি ভাড়া আনুমানিক-১২০/= টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস