Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

২ নং হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

পোষ্ট :- দারুশা,উপজেলা:- পবা,জেলা :- রাজশাহী

ইউপি মাসিক সভার কার্যবিবরণী

সভা নং - ০৭  মাসের নাম  :- জুলাই/১৯

সভার স্থান :- ইউপি সভা কক্ষ

তারিখ  :- ০৪/০৭/২০১৯ ইং

উপস্থিত সদস্যগনের নাম ও স্বাক্ষর :-

০১

মো: গোলাম মোস্তফা

ইউপি চেয়ারম্যান

স্বাক্ষর

০২

মোসা: আলিফজান বেগম

ইউপি সদস্য

 

০৩

মোসা: চেনবানু বেগম

 

০৪

মোসা: তুরজেমা বেগম

 

০৫

মো: বাবু

 

০৬

মো: সাবু

 

০৭

মো: আবুল কাশেম

 

০৮

মো: ইয়ানুস আলী

 

০৯

মো: মজিবর রহমান

 

১০

মো: আশরাফুল ইসলাম

 

১১

মো: তাজেল আলী

 

১২

মো: গোলাম মুজাহিদ

 

১৩

মো: শহিদুল ইসলাম

 

১৪

মো: গোলাম সাকলায়েন

ইউপি সচিব

 

 

   অদ্য ০৪/০৭/২০১৯ ইং তারিখ ২ নং হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান জনাব মো: গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়।

 

   অদ্যকার সভায় বিগত সভার কার্য বিবরণী পাঠ করে শুনানোর পর সর্ব সম্মতি ক্রমে তা অনুমোদন করা হয়।

 

আলোচ্য বিষয় :-১। ইউনিয়ন পরিষদে একজন অফিস সহকারী নিয়োগ প্রসংগে।

             ২। ইউপি ট্যাক্স আদায় সংক্রান্ত।

             ৩।স্থায়ী কমিটি প্রসংগে।

             ৪। বিবিধ :-

 

১ নং আলোচ্য বিষয় :-অদ্যকার সভায় সভাপতি মহোদয় আ্রেলাচনা  করেন যে, বর্তমানে ইউনিয়ন পরিষদে কাজের পরিধি অনেকাংশে বেড়ে গেছে। একজন সচিবের পক্ষে ইউপির সকল কাজ বাস্তবায়ন করা অসম্ভব। ২০০৯ সালের ৬১ নং আইন মোতাবেক একটি ইউনিয়ন পরিষদে একজন সচিব,একজন হিসাব সহকারী কাম কমপিউটর অপারেটর থাকবেন,যারা সরকার বা সরকার কর্তৃক নির্ধারিতকর্তৃপক্ষের মাধ্যমে নিযুক্ত হবেন। কিন্তু এখন পর্যন্তহিসাব সহকারী কাম কমপিউটর অপারেটর সরকার কর্তৃকনয়োগ দেয়া হয়নি। উক্ত আইনে আরো বরা আছে সরকারের পূর্ব অনুমোদন ক্রমে ইউনিয়ন পরিষদ প্রয়োজন বোধেঅতিরিক্ত জনবল নিয়োগ দিতে পারবে যাদের বেতনভাতা সঙশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে।প্রদত্ব আইন অনুযায়ী পরিষদের প্রয়োজনে একজন অফিস সহকারী নিয়োগ দেয়া যাই কিনা সে বিষয়ে সভায় বিস্তারিত আলাচনা হয়। সভাপতি মোহদয়ের প্রস্তাবে উপস্থিত সকল সদস্য ঐক্যমত পোষন করায় সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত ও অুনোমদিত হয়।

 

সিদ্ধান্ত সমূহ  :-

১। ২০০৯ সালের ৬১ নং আইনের প্রদত্ব ক্ষমতাবলে অত্র ইউনিয়ন পরিষদে নিজস্ব তহবিল হতে বেতন ভাতা পরিশোধের স্বার্থে একজন অফিস সহকারী নিয়োগের ব্যবস্থা গ্রহন করতে হবে।

২। এ ব্যাপারে সরকারের পূর্ব অনুমোদন গ্রহনের জন্য সভাপতি মহোদয়কে  অনুরোধ জানানো হলো।

৩।  নিয়োগ সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানানো হলো।

 

২ নং আলোচ্য বিষয়:-অদ্যকার সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউপির ট্যাক্স আদায় মোটেও হচ্ছে না যা আদায় বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করা দরকার।

সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সর্ব সম্মতি ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়।

 

সিদ্ধান্ত সমূহ  :-

১। প্রতিটি আদায় কারীর সাথে স্ব স্ব ওয়ার্ডের গ্রামপুশিগন সহযোগীতা করবে।

২। যারা এককালীন ট্যাক্স পরিশোধ করেনা তাদের তালিকা প্রস্তত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করতে হবে।

 

৩ নং আলোচ্য বিষয়  :- অদ্যকার সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউনিয়নে ১৩ টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। কমিটি গুলো প্রতি ২ মাস পর পর সভায় মিলিত হবে এবং সিদ্ধান্ত সমূহ ইউনিয়ন পরিষদকে অবহিত করবে। কার্যত দেখা যাচ্ছে মিটিং গুরলা নিয়মিত হয়না ।

 

সিদ্ধান্ত :-

১। এখন থেকে মিটিং গুলো নিয়মিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।

২। এ বিষয়ে সকল ইউপি সদস্য ব্যবস্থা গ্রহন করবে।

 

অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকল সদস্যকে ধন্যবাদ দিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

                                    সভাপতির স্বাক্ষর