Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজার

হুজরীপাড়া ইউনিয়নে দুইটি হাট আছে।

তার মধ্যে একটি দারুশা হাট ও অপরটি ডাইংগের হাট।

 

দারুশা হাট: এটি বর্তমানে দারুশা বাজার নামে পরিচিত। রাজশাহী কোট ষ্টেশান হইতে দশ কিলোমিটার উত্তরে রাধনগর ও শরিষাকুড়ি গ্রামে এই বাজারটি অবস্থিত। হাটটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ১.০০ কি: মি:। এখানে প্রতিদিন মাছের বাজার বসে। সেখানে নানা প্রজাতির মাছ খুচরা ও পাইকারি বিক্রি হয় এখানে অনেক দূর দূরন্ত থেকে মাছ ব্যবসায়ীরা মাছ ক্রয় করে বাজারে রপ্তানি করে থাকে। তাছাড়াও সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার বিকালে হাট বসে এবং অনেক মানুষের সমাগম হয়। রকমারি খাবার জিনিসের আয়োজন করা হয় ও যেকোনো মাল খুচরা ও পাইকাড়ি ক্রয়-বিক্রয় করা হয়। বিশেষ করে এই বাজারটি যেকোন সব্জির জন্য বিখ্যাত। এখানে অনেক সব্জি উৎপাদন হয় যা এখানকার মানুষের চাহিদা পূরনের পর বাজারেও রপ্তানি করা হয়।

 

ডাইংগের হাট: রাজশাহী কোট ষ্টেশান হইতে সাত কিলোমিটার উত্তরে ডাইংগের হাট গ্রামে এই বাজারটি অবস্থিত। যেকোনো মাল খুচরা ও পাইকাড়ি ক্রয়-বিক্রয় করা হয়।